লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘সালভাদর মুন্ডি’ বা পৃথিবীর ত্রাণকর্তা নামে যীশূ খ্রীস্টের এই ছবিটি ৪৫০ মিলিয়ন ডলারে (সাড়ে তিন হাজার কোটি টাকা) বিক্রি হয়েছে। ফ্রান্সের রাজা দ্বাদশ লুইয়ের অনুরোধে ১৫০০ সালের আশে পাশের কোন এক সময়ে দ্য ভিঞ্চি ছবিটি এঁকেছিলেন। এক সময় ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস এটির মালিক ছিলেন। তারপর প্রায় ৪০০ বছর ধরে এটি পুরোপুরি নিখোঁজ ছিল। ১৯০০ সালের গোড়ার দিকে এটির পুনারিভার্ব ঘটে। ১৯৬০ সালে ছবিটি মাত্র ৬০ ডলারে বিক্রী হয়েছিল। এরপর কয়েক হাত ঘুরে ইতিহাসের সবচেয়ে দামী ছবি হিসাবে নিজের স্থান পাকাপোক্ত করে নিল।