১৯৭৫ সালে ফটোসাংবাদিক স্ট্যানলি জে ফোরম্যান যুক্তরাষ্ট্রের বোস্টন হেরল্ড পত্রিকার জন্য কাজ করতেন। হঠাৎ একদিন পুলিশে মাধ্যমে খবর পেলেন মার্লবোরো স্ট্রিটে ভয়াবহ আগুন লেগেছে। ক্যামেরা নিয়ে ছুটে গেলেন ঘটনাস্থলে। দমকল বাহিনীর একটি গাড়ির ওপরে উঠে পড়লেন। বাড়িতে বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে, তিনি ছবি তুলেই যাচ্ছেন। আকস্মিকভাবেই দেখতে পেলেন একটি ভবন থেকে একজন মহিলা ও একটি ছোট্ট মেয়ে ঝাঁপ দিচ্ছে। একটি মুহূর্তও নষ্ট না করে ফোরম্যান ছবি তুললেন। শূন্যে ঝাঁপিয়ে পড়ার এ দৃশ্যের জন্য তিনি পুলিৎজার পুরস্কার অর্জন করেন। মেয়েটি বেঁচে গেলেও, ওই মহিলা ঘটনাস্থলেই মারা যান।